ব্লক মার্কেটে ৬৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১৯ নভেম্বর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ২৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, ব্লক মার্কেটে ১৯ নভেম্বর শাহাজালাল ইসলামী ব্যাংকের বড় লেনদেন হয়েছে। এদিন ব্যাংকটির ১ কোটি ৫৯ লাখ শেয়ার মাত্র ১ বার হাত বদল হয়। যার বাজার দর ৫২ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। রোববার ব্লক মার্কেটে কোম্পানিটির ৯ কোটি ১০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে ইবনে সিনার ১৪ লাখ ৫ হাজার, লংকাবাংলা ফাইন্যান্সের ২ কোটি ৫১ লাখ ১৫ হাজার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৭ লাখ ২০ হাজার, সাউথইস্ট ব্যাংকের ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার, স্কয়ার ফার্মাসিটিক্যালের ৩৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭