ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গেলো সপ্তাহে ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির মোট ১৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ১৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১০ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে এমএল ডাইংয়ের ২৮ লাখ ৬০ হাজার টাকা, ফাইন ফুডসের ৯ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণফোনের ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ১৮ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭১ লাখ ৪০ হাজার টাকা, ঢাকা ব্যাংকের ৪২ লাখ ৬০ হাজার টাকা, যমুনা ব্যাংকের ৫৭ লাখ ৯০ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ৫২ লাখ ৯০ হাজার টাকা, খুলনা পাওয়ারের ৬ লাখ ৯০ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ১১ লাখ ৭০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ টাকা, রহিম টেক্সটাইলের ৬৪ লাখ ১০ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ৩২ লাখ ৪০ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৫ লাখ ২০ হাজার টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ৭৬ লাখ ৩০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২১ লাখ ৬০ হাজার টাকা, সামিট পাওয়ারের ২ কোটি ১০ লাখ টাকা, ওয়াটা কেমিক্যালের ৮ লাখ ৩০ হাজার টাকা, সিটি ব্যাংকের ৭২ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ৫ কোটি ৯০ লাখ টাকা, এফএএস ফাইন্যান্সের ২ কোটি ৪৩ লাখ টাকা এবং অ্যাডভেন্ট ফার্মার ৩২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।