ব্লক মার্কেটে ৮২ কোটি টাকার লেনদেন

 মঙ্গলবার ২ জানুয়ারি  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে  ৮২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন ব্লক মার্কেটে ৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ২ লাখ ৭৮ হাজার ৯৮২টি শেয়ার ২৮ বার হাত বদল করেছে। এসব শেয়ারের মোট মূল্য দাড়ায় ৮২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকা।

সবচেয়ে বেশি লেনদেন হয় ব্যাংকিং খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির আজ ৬৫ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির ২ কোটি ৫৭ হাজার ৫৬০টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমিরিকান ট্যোবাকো কোম্পানির (বিএটিবিসি)। আজ কোম্পানিটির ১৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়। কোম্পানিটির মোট ৩৯ হাজার ৬০৮টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে।

 অন্য কোম্পানিগুলার মধ্যে ম্যারিকোর ৪৮ লাখ ৫৩ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৯৩ লাখ টাকার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১ কাটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮