ব্লক মার্কেটে আজ মোট ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ লাখ ৩৭ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্যালভো কেমিক্যাল লিমিটেডের। এই কোম্পানির ৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৩৯ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৫ লাখ ৫৯ হাজার ৭৮০টি শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৪২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন ৬৭ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৬১ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাক্টিভ ফাইন ১০ হাজার ১৫০টি, ব্যাংক এশিয়া ২৭ হাজার ও ইস্টার্ন ব্যাংক ৩৩ হাজার শেয়ার লেনদেন করেছে।
আজকের বাজার: সালি / ১৬ আগস্ট ২০১৭