ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহ জুড়ে ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোন লিমিটেডের। কোম্পানিটির ৬ লাখ ৭৯ হাজার শেয়ার ২৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিমটেক্স। কোম্পানির ৩০ লাখ শেয়ার ১৩ কোটি ৮৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। প্রাইম ব্যাংক লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানির ৮০ লাখ ৬৯ হাজার শেয়ার ১২ কোটি ৭৯ লাখ টাকায় লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৯২ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪ কোটি ৯৭ লাখ টাকা, লাফার্জ হোলসিম বাংলাদেশের ৩ কোটি ৫৫ লাখ টাকা, বিডি কম অনলাইনের ২ কোটি ১৬ লাখ টাকা, ব্রাক ব্যাংকের ২ কোটি ১৩ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪ লাখ টাকা, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৪৯ লাখ টাকা, আমান ফিডের ১ কোটি ৭ লাখ টাকা, রূপালি লাইফের ৯৩ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮১ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টেবাকো কোম্পানি (বিএটিবিসি) ৬৯ লাখ টাকা, একটিভ ফাইন কেমিক্যালের ৪২ লাখ টাকা, বার্জার পেইন্টের ২৮ লাখ টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২৬ লাখ টাকা, হামিদ ফেব্রিক্স ১৮ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের ১৯ লাখ টাকা, আফতাব অটোমোবাইলসের ১৭ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ লাখ টাকা, ইনটেকের ১১ লাখ টাকা, শাশা ডেনিমের ১১ লাখ ৫০ হাজার টাকা, নূরানী ডাইংয়ের ৭ লাখ টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৫ লাখ টাকা, ইফাদ অটোসের ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।