সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেড়ে বড় লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানির ১৬ লাখ ৬৩ হাজার ২০০ শেয়ার ৪৬ কোটি ৪০ লাখ টাকায় লেনদেন হয়েছে। এরপরেই গ্রামীন ফোনের অবস্থান। কোম্পানির ৩ লাখ ৬৯ হাজার ৩১৫ শেয়ার ১৪ কোটি ২৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির ৫ লাখ ৭৬ হাজার শেয়ার ৯ কোটি ২১ লাখ টাকায় লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬ কোটি ১০ লাখ টাকা, গ্লাক্সোস্মিথ ক্লাইনের ৪ কোটি ৮৯ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩ কোটি ৭৫ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ৩ কোটি ৪৭ লাখ টাকা, লিন্ডে বিডি ২ কোটি ২৯ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ টাকা,একমি ল্যাবরেটরীজের ৯৬ লাখ টাকা, আমান ফিডের ১৬ লাখ টাকা, বিবিএস ক্যাবলসের ৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ৫ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ১৮ লাখ টাকা, হামিদ ফেব্রিক্সের ৩১ লাখ টাকা, এইচ আর টেক্সটাইলের ২৬ লাখ টাকা, ইফাদ অটোসের ২২ লাখ টাকা, খুলনা পাওয়ারের ৯১ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৬ লাখ টাকা, নদার্ণ জুটের ৫৬ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমের ২১ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ লাখ টাকা, আরডি ফুডের ৬৩ লাখ টাকা, সিমটেক্সের ১০ লাখ টাকা, এসকে ট্রিমসের ৬ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।