ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বুধবার মোট ১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৯ হাজার ৩০০টি শেয়ার। যা টাকার অংকে প্রায় ৯৯ কোটি ৪ লাখ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে লাফার্জ ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ১ ট্রেডে কোম্পানির ২ কোটি শেয়ার লেনদেন হয়েছে যা টাকার অংকে ২০ কোটি ৩৮ লাখ।
এদিকে মূল্য মানের দিক থেকে শীর্ষে রয়েছে রেনাটা লিমিটেড। কোম্পানিটি প্রায় ৫০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন করেছে।
এছাড়াও ব্লক মার্কেটে আজ ব্যাংক এশিয়া লিমিটেড, বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, গ্রামীণ ওয়ান স্কিম টু, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড, কেডিএস এক্সেসোরিজ লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং স্টাইলক্র্যাফট লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে।