ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির সাড়ে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৬ লাখ ৩৫ হাজার ৭৬০টি শেয়ার ১৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫৮ লাখথ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।

এছাড়া ব্লক মার্কেটে লংকাবাংলা ফাইন্যান্সের ২ কোটি ১৭ হাজার, নাভানা সিএনজির ১ কোটি ১০ লাখ ৭০ হাজার, একমি ল্যাবরেটরিজের ৬০ লাখ ৮০ হাজার টাকার, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৪৮ লাখ ৬০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৯ হাজার টাকার, গ্রামীণফোনের ৩২ লাখ টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫৫ লাখ ৩৫ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৬৯ লাখ ১৯ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।