ব্লিনকেনের সাথে ‘গঠনমূলক’ আলোচনার প্রশংসা করেছেন লেভরভ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের সাথে ‘গঠনমূলক’ ও ‘কার্যকর’ আলোচনার প্রশংসা করে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, উভয় পক্ষ সম্পর্কোন্নয়নের প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছে। খবর এএফপি’র।
রিকজাভিকে ব্লিনকেনের সাথে আলোচনার প্রায় দুই ঘণ্টা পর লাভরভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘আমার দৃষ্টিতে আলোচনা গঠনমূলক হয়েছে।’
জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে প্রথমবারের মতো এ আলোচনা হলো।
আইসল্যান্ডে আর্কটিক কাউন্সিল সম্মেলনের ফাঁকে ব্লিনকেনের সাথে আলোচনার পর লেভরভ রাশিয়ার সাংবাদিকদের বলেন, ‘মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অস্বস্থিকর পরিস্থিতি নিরসনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়।’
গত জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের শুরু থেকেই বাইডেন রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্তান গ্রহণ করেন এবং তিনি পুতিনকে এক জন ‘হত্যাকারী’ হিসেবে অভিহিত করেন।
তবে সম্প্রতি উভয় পক্ষকে পারস্পরিক বিরোধ প্রশমনের চেষ্টা চালাতে দেখা যাচ্ছে।
লেভরভ বলেন, এ দু’দেশের মধ্যে সম্পর্কের যে ‘অচলাবস্থার’ সৃষ্টি হয়েছে তার সমাধান সহজ হবে না।
তিনি বলেন, তবে আমি মনেকরি অ্যান্টোনি ব্লিনকেন ও তার দল এটি করতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আলোচনা ফলপ্রসু হয়েছে।’ আলোচনায় বলা হয়, কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিস্কারের পর উভয় পক্ষ মার্কিন ও রাশিয়ার কূটনৈতিক মিশনের ব্যাপারে কাজ করার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারস্পরিক স্বার্থ রয়েছে এমন আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে আমাদের যৌথ পদক্ষেপ অব্যাহত রাখার ব্যাপারে আমরা সম্মত রয়েছি।’
লেভরভ ও ব্লিনকেন রাশিয়া ও মার্কিন নেতাদের মধ্যে একটি সম্মেলন আয়োজনে ওয়াশিংটনের প্রস্তাব নিয়েও আলোচনা করেন। আগামী জুনে এ সম্মেলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।