ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন রোববার কিয়েভ সফর করবেন। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের তৃতীয় মাসে প্রবেশের দিন তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
তিনি শনিবার সাংবাদিকদের বলেন, ‘কাল মার্কিন কর্মকর্তারা আমাদের দেশ সফর করতে আসছেন। আমি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেনের সাথে সাক্ষাত করবো।’ ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে এটি হবে মার্কিন সরকারি কর্মকর্তাদের প্রথম সরকারি সফর। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান