ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি ফিঙ্কের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার প্রেসিডেন্ট দপ্তরের প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ভিডিও লিঙ্কের মাধ্যমে আলোচনা করার সময় জেলেনেস্কি ইউক্রেনের পুনর্গঠন তহবিল কিভাবে গঠন করা যায় সে সম্পর্কে ইউক্রেনীয় সরকারকে পরমর্শ দেওয়ার জন্য একটি প্রকল্প প্রস্তুত করায় ব্ল্যাকরক দলকে ধন্যবাদ জানান।
প্রতিবেদনে বলা হয়, তারা ইউক্রেনের অর্থনীতিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রচেষ্টার সমন্বয়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার ব্যাপারে সম্মত হন। এ সময় তারা আগামী বছর ব্ল্যাকরক নেতাদের সম্ভাব্য ইউক্রেন সফরের বিষয় নিয়েও কথা বলেন।