যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ব্ল্যাক ফ্রাইডেতে একটি জনাকীর্ণ শপিং মলে বন্দুক হামলায় এক ব্যক্তি আহত হয়েছে। বছরের ব্যস্ততম শপিং দিবসে এ হামলায় সেখানে আতংক ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র।
হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আহত হওয়া ব্যক্তি সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পর এ হামলা চালানো হয়। বন্দুক হামলার কারণে জার্সি গার্ডেন মল থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেয়া হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে ক্রেতাদের লুকাতে দেখা যাচ্ছে এবং আরো অনেককে বসে পড়তে দেখা যাচ্ছে। অনেকে টুইটারে লিখেছে, তারা বন্দুক হামলার শিকার হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বছরের ব্যস্ত এ খুচরা বিক্রয়ের দিন এ শপিং মলে ২৫ হাজার ক্রেতা আসে।