‘বড়দিনে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়নি’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, বড়দিন উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। খ্রিষ্টীয় ধর্মীয় গুরু ও পুণ্যার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়নি।

বুধবার সকালে বনানীর হলি স্পিট ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বড়দিন উদযাপনে নিরাপত্তা ঝুঁকি নেই। খ্রিষ্ট্রীয় ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের ঝুঁকিও নেই। পুলিশ র‌্যাবের সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে।’

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। চাচর্গুলোর সৌন্দর্য উপভোগ করতে সব ধর্মের মানুষ আসছে। এ বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চার্চের লোকজনও নিরাপত্তায় কাজ করছে।’

এ সময় খ্রিষ্টীয় ধর্মীয় গুরু ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ