দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নির্মাণাধীন বিদ্যুতের সাবস্টেশনের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
রোববার বিকেলে উপজেলার কয়লাখনির নতুন জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধারে ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন কয়লাখনির শ্রমিক আব্দুল আলিম।
আজকের বাজার/এমএইচ