বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট আজও চলছে। ১৩ দফা দাবিতে শুরু হওয়া এ আন্দোলন আজ ষষ্ঠ দিনে পা দিলো।

বৃহস্পতিবার (১৮ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ ১৩ দফা দাবি পূরণে আন্দোলন অব্যাহত রেখেছে শ্রমিকরা। গত ১৩ মে  শেতে শুরু হওয়া এ আন্দোলনে যোগ দেয় স্থানীয়রা।

আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ মে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় পার্বতীপুর থানায় ৩৫ শ্রমিককে আসামি করে মামলা করেছে কর্তৃপক্ষ।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের কথা জানিয়েছে শ্রমিকরা।  আর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে কয়লা লোড-আনলোড কার্যক্রম ।

রাসেল/