সাউদাম্পটনের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে চেলসি। এই জয়ের ফলে আর্সেনালে চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে পঞ্চম স্থান লাভ করেছে চেলসি।
সেন্ট মেরিসে অনুষ্ঠিত ম্যাচে পরপর দুই গোল করে ব্লুজদের চালকের আসনে পৌঁছে দেন ট্যামি আব্রাহাম ও ম্যাসন মাউন্ট।
তবে স্বাগতিক দলের হয়ে এর পরপরই এক গোল পরিশোধ করে দেন ড্যানি ইংস। তবে এর পরপর গোল করে ব্যবধান ফের বাড়িয়ে দেন এনগোলো কন্তে। বদলী হিসেবে মাঠে নেমে শেষ মিনিটে গোল করে চেলসিকে আরো বড় ব্যবধানে পৌঁছে দেন মিচি বাতসুই। এই নিয়ে লীগের আট ম্যাচ থেকে তৃতীয় জয় নিশ্চিত করল লন্ডন জায়ান্টরা।
আর প্রিমিয়ার লীগের আট ম্যাচ থেকে আট গোল করতে সক্ষম হয়েছেন আব্রাহাম। সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে তিনি সর্বমোট নয় গোল করেছেন।
খেলা শেষে চেলসি কোচ ল্যাম্পার্ড বলেন, ‘মৌসুমের শুরু থেকেই আমি তার (আব্রাহাম) প্রতি আস্থাশীল ছিলাম। নিজ দক্ষতায় সে এই মুহূর্তে সেরা আসনটি ধরে রেখেছে। যেহেতু আমি আরো কিছু চাই, তাই তার উপর এই আস্থাটিও ধরে রাখতে চাই।’
আজকের বাজার/লুৎফর রহমান