তরুণ ট্যামি আব্রাহামের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে প্রিমিয়র লিগে বড় জয় তুলে নিল চেলসি।
অ্যাওয়ে ম্যাচে উলভসকে ৫-২ গোলে পরাজিত করল তারা। ব্লুজ’দের হয়ে বাকি দু’টি গোল করেন ফিকায়ো টামোরি ও ম্যাসন মাউন্ট। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক সম্পন্ন করেন বছর একুশের আব্রাহাম। হ্যাটট্রিকের পাশাপাশি এদিন একটি আত্মঘাতী গোলও করে বসেন তিনি। উলভসের হয়ে অপর গোলটি প্যাট্রিক কাটরনের। পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ে লিগ টেবিলে ছয়ে উঠে এল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
আজকের বাজার/লুৎফর রহমান