আলবেনিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ-‘এইচে’ শীর্ষস্থানে উঠে এল ফ্রান্স। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক, আইসল্যান্ডের একই অবস্থানে থাকলেও গোলপার্থক্যে শীর্ষস্থানে বিশ্বচ্যাম্পিয়নরা।
ফ্রান্স স্কোয়াডে ছিলেন না তাদের বিশ্বজয়ের দুই নায়ক কিলিয়ান এমবাপে ও পল পোগবা। যদিও তাতে মসৃণ জয় আটকায়নি তাদের।
ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন কিংসলে কোমান, অলিভিয়ের জিরু ও অভিষেককারী জোনাথন ইকোনে করেন ১ টি করে গোল। ৯০ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া।
আজকের বাজার/লুৎফর রহমান