ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে বড় আঘাত থেকে বেঁচে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। আঘাত পেতে পারতেন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনও। ভাগ্য দু’জনেরই ভাল ছিল। তাই শেষমেশ কাউকেই ইনজুরির কবলে পড়তে হয়নি। পাণ্ডিয়ার হাত দিয়ে রক্ত ঝরেছে শুধু।
রবিবার নিউজিল্যান্ড ইনিংসের ২৭.৩ ওভারের ঘটনা। বল করছিলেন ভারতীয় স্পিনার অক্ষর পাটেল। ব্যাটসম্যান ছিলেন উইলিয়ামসন। কিউই ব্যাটসম্যান মিড উইকেটে বল ঠেলে রানের জন্য ছুটতে শুরু করে দেন। মিড উইকেটে বিরাট কোহলি দাঁড় করিয়েছিলেন পাণ্ডিয়াকে। তিনি বল ধরেই নন স্ট্রাইক এন্ডের উইকেটে ছুড়ে মারেন।
উইলিয়ামসন কোনোরকমে পৌঁছে যান ক্রিজে। পাণ্ডিয়া শরীরের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান মাটিতে। ধাবমান উইলিয়ামসন নিজের গতিতে রাশ টানতে পারেননি। তাঁর গতিপথেই পড়ে গিয়েছিলেন পাণ্ডিয়া। ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে সংঘর্ষ হয় উইলিয়ামসনের। শেষ মুহূর্তে উইলিয়ামসন নিজেকে সামলে নেন। না হলে বড় বিপদ ঘটতেই পারত।
কিউই তারকার চোট সেরকম লাগেনি। কিন্তু তাঁর সঙ্গে সংঘর্ষে পাণ্ডিয়া রক্তাক্ত হন। উইলিয়ামসনের বুটের স্পাইকে পাণ্ডিয়ার হাত কেটে যায়। সেখান থেকে ঝরতে থাকে রক্ত। বিপক্ষ শিবিরের হলেও সৌজন্য ভুলে যাননি উইলিয়ামসন। ভারতের অলরাউন্ডারের কাছে গিয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
আজকের বাজার : সালি / ৩০ অক্টোবর ২০১৭