করোনাকালীন সময়ে চ্যালেঞ্জেরে মুখে এখন বিদ্যুৎ খাত। চাহিদা না বাড়ার কারণে বড় ধরনের সমস্যায় পড়বে এই খাত। বিদ্যুৎ খাতের প্রভাব ও বাজেটে এর বরাদ্দ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি’র ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির গবেষকরা।
বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে সমস্যার মুখে। আর্থিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে। এ থেকে উত্তরণের উপায়গুলো নিয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি। সিপিডি মনে করে, কোভিড নাইনটিনের কারণে প্রচুর প্ল্যান্ট অব্যহৃত থাকছে। বাজেটে এর প্রভাব এবং বিকল্প প্রস্তাবনার কথাও উঠে আসে।
গবেষকরা মনে করেন, বিদ্যুৎ খাতে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি নতুন প্রকল্পগুলো বাতিল করার পরামর্শ দেন তারা। যে সকল প্রকল্পের কাজ ৬০-৮০ ভাগ হয়েছে সেখানে বরাদ্দ বাড়িয়ে শেষ করা দরকার বলেও উল্লেখ করেন।