মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বড় ভাইয়ের হাতে আহত হওয়া আলমগীর হোসেন (১৫) নামে এক কিশোর মারা গেছেন।
ডাঙ্গাপাড়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে আলমগীর বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, বাবা-মা বাড়িতে না থাকায় বুধবার দুপুরে সাখাওয়াত হোসেন ছোট ভাই আলমগীরকে ভাত-তরকারি রান্না করতে বলেন। কিন্তু রান্না ভালো না হওয়ায় সাখাওয়াত ছোট ভাইকে গালমন্দ করেন।
ওসি আরও জানান, রান্না নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড় ভাই সাখাওয়াত ঘরে থাকা লোহার রড দিয়ে ছোট ভাই আলমগীরের মাথায় আঘাত করেন। এতে আলমগীর গুরুতর জখম হলে তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
ওসি তারক বিশ্বাস জানান, এ ঘটনায় ঘাতক সাখাওয়াত্কে আটক করা হয়েছে এবং মহম্মদপুর থানায় মামলা হয়েছে।