সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বড় অংশ দখল করেছে বড় মূলধনী কোম্পানি। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনের ৫১ দশমিক ৭০ শতাংশ ছিলো এই কোম্পানিগুলোর।
সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর পরেই ৩৭ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় অবস্থানে ছিলো মধ্য মূলধনী কোম্পানিগুলো। ছোট মূলধনী কোম্পানিগুলো ৪ দশমিক ৮০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় অবস্থানে ছিলো। এরপরে যথাক্রমে টিনি ক্যাপ ১ দশমিক ৬০ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ডের কোম্পানিগুলো ১ দশমিক ৫০ শতাংশ লেনদেন করে।
এছাড়াও ব্লক ট্রেডের কোম্পানিগুলো ২ দশমিক ৮০ শতাংশ লেনদেন করে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১০ জুন ২০১৭