বড় মূলধনী কোম্পানির নের্তৃত্বে গ্রামীণফোন

বিদায়ী সমপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বড় মূলধনী কোম্পানিগুলোর নের্তৃত্ব দিয়েছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেনের ১৪ দশমিক ৩০ শতাংশ ছিল গ্রামীণফোনের দখলে। এর পরই ছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড। এই কোম্পানিটির দখলে ছিল ৬ দশমিক ১০ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বিএটিবিসির দখলে ছিল ৫ দশমিক ২০ শতাংশ।

চতুর্থ অবস্থানে ছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনর ৩ দশমিক ৪০ শতাংশ ছিল এই কোম্পানির দখলে। পঞ্চম অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেডে ও রেনেটা লিমিটেড। এই কোম্পানিগুলোর দখলে ছিল ২ দশমিক ২০ শতাংশ করে।

এছাড়া ইউনাইটডে পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দখলে ২ দশমিক ১০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ দশমিক ৭০ শতাংশ এবং ইসলামী ব্যাংকের দখলে ছিল ১ দশমিক ৬০ শতাংশ।

আজকের বাজার: এলকে/এলকে ১ জুলাই ২০১৭