চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।
টাইগারদের স্পিন আক্রমণের বিপক্ষে সাবধানী ব্যাটিংয়ে শুরু করে তারা। দিন শেষে ২৭১ রান সংগ্রহ করে। প্রথম দিনে ৫ উইকেট হারানো ধাক্কা সামলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে রাখলো আফগানরা।
আফগানিস্তান: ৯৬ ওভারে ২৭১/৫। ব্যাট হাতে ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, নবি ০ রান করেছেন। ৮৮ রান করে আজগর আফগান এবং ৩৫ রান করে আফসার জাজাই অপরাজিত রয়েছেন। বল হাতে তাইজুল দু’টি, নাঈম দু’টি এবং মাহমুদউল্লাহ ১টি উইকেট নেন।
আজকের বাজার/লুৎফর রহমান