বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে গাছের চাপায় পাঁচজন নিহত হয়েছেন।ঢাকার ধামরাই উপজেলায় এ ঘটনা ঘটেছে। আজ (৯ মার্চ) সোমবার সোয়া ২টার দিকে কালামপুর-মির্জাপুর সড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনা নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ নিয়ে বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন জানান, নিহতরা সবাই বালিয়া ইউনিয়ন থেকে বয়স্কভাতা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। সড়কের পাশের গাছ কাটার সময় তাদের ইজিবাইকের ওপর পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
আজকের বাজার/এ.এ