দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার প্রিন্স রাম নিওয়াজ যাদব। বয়স লুকানোর অপরাধে তাকে এ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
দিল্লির ক্রিকেটার যাদব দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) নিবন্ধিত ক্রিকেটার। তিনি ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মৌসুমের জন্য নিবন্ধন করেছেন।
তবে সম্প্রতি যাদবের ব্যাপারে তদন্ত করতে গিয়ে বিসিসিআই জানতে পারে যাদব তার বয়স চুরি করেছে। বিসিসিআইকে দেওয়া জন্ম নিবন্ধনে তিনি প্রায় সাড়ে পাঁচ বছর কমিয়েছেন। আর এ অপরাধে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এ নিষেধাজ্ঞার ফলে আগামী ২০২১-২২ মৌসুম পর্যন্ত খেলতে পারবেন না যাদব।
ডিডিসিএকে দেওয়া এক চিঠিতে বিসিসিআই জানায়, ‘সম্প্রতি এই ক্রিকেটার যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েছেন, তাতে তার জন্ম তারিখ দেওয়া ১২ ডিসেম্বর, ২০০১। কিন্তু বিসিসিআই তার সেকেন্ডারি এডুকেশনের রেকর্ড ঘেঁটে জানতে পেরেছে, প্রিন্স যাদব ২০১২ সালে দশম শ্রেণি পাশ করেছেন এবং তার প্রকৃত জন্ম তারিখ ১০ জুন, ১৯৯৬ সালে।
আজকের বাজার/আরিফ