ভক্তদের সাথে ক্রিকেটে মাতলেন তামিম-মুশফিকরা

সব সময় তারকা ক্রিকেটারদের খেলা টেলিভিশনের পর্দায় কিংবা স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করে আসলেও বুধবার সেই তারকা ক্রিকেটারদের সাথে ক্রিকেট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে ৮০ জন ভক্তের। দেশের সবচেয়ে বৃহত্তর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের আয়োজনে সারা দেশ থেকে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ‘ইয়েস কার্ড’ পাওয়া সৌভাগ্যবান ৮০ জন ভক্তের সাথে কক্সবাজারের সমুদ্র পাড়ে ক্রিকেট ম্যাচে মাতেন বাংলাদেশ জাতীয় দলের পাঁচ ক্রিকেটার।

চলমান বিপিএলের ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্বের খেলাকে সামনে রেখে বন্দরনগরীতে পৌঁছেছে প্রতিযোগী দলগুলো। সামনে দুদিন নেই কোন খেলা। আর এই বিরতিতে গ্রামীণফোনের উদ্যোগে কক্সবাজারের সমুদ্র পাড়ে ভক্তদের সাথে ক্রিকেট ম্যাচে অংশ নেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিমের সাথে তিন তরুণ মুখ সৌম্য সরকার, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
হেলিকপ্টার যোগে বুধবার কক্সবাজার পৌঁছানোর পর সীগাল হোটেলের সম্মুখের বিচে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট লড়াইয়ে মাতেন তাঁরা। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভক্তদের সাথে ক্রিকেটারদের সেতুবন্ধন আরো মজবুত করার লক্ষ্য থেকে ও প্রিয় তারকা ক্রিকেটারদের সাথে ভক্তদের দেখা করার স্বপ্ন পূরণের প্রত্যয় থেকে আয়োজন করে এই আয়োজন। যার নাম দেওয়া হয় ‘গ্রামীনফোন বিচ ক্রিকেট’।
বিচ ক্রিকেটের এই লড়াইয়ের জন্য ভাগ্যবান ৮০ জন অংশগ্রহণকারী ভক্তকে সারা দেশ থেকে খুঁজে বের করার ক্যাম্পেইন করেছে লাইভ টেকনোলজি। তাছাড়া প্রতিযোগিতাটির খেলোয়াড়দের সকল প্রকাশকৃত সুযোগ সুবিধা প্রদান ও এই আয়োজনকে সুন্দর ও গোছানো করে তোলার কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত ক্রিকেট ম্যাচের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভক্ত-দর্শকদের তারকা ক্রিকেটারদের খেলার ছবি তোলার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ঢাকা থেকে তাদের কক্সবাজারে যাতায়াতসহ থাকা-খাওয়ার সকল ব্যয় বহন করেছে প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন’।
এমন মহৎ একটি আয়োজনের সাথে জড়িত হতে পেরে নিজেদের আনন্দের কথা প্রকাশ করে লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত বলেন; ‘সাধারণ দর্শকদের ক্রিকেটারদের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে গ্রামীন ফোন। এই আয়োজনের ফলে ক্রিকেটের প্রতি সাধারণ দর্শকদের আগ্রহ আরো বাড়বে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে এমন আয়োজন আরো বড় পরিসরে করতে চাই।’
উল্লেখ্য এর আগে ২০১৪ ও ২০১৫ সালেও লাইভ টেকনোলজি ও গ্রামীনফোনের আয়োজনে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল বিচ ক্রিকেট।
আজকের বাজার: সালি / ২২ নভেম্বর ২০১৭