তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি আটতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে বুধবার অন্তত দু’জন নিহত হয়েছেন।
ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয়জনকে জীবিত অবস্থায় বের করে এনেছেন উদ্ধারকর্মীরা। এছাড়া আটকা পড়েছেন আরও অনেকে।
ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া জানান, ভবটির ১৪টি অ্যাপার্টমেন্টে মোট ৪৩ জন বসবাস করতেন। ভবনটির ওপরের তিনটি ফ্লোর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করছে। পরে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ এলাকাটি বন্ধ করে দিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আশপাশের ভবন থেকে মানুষদের সরিয়ে নেয়া হয়েছে।
ইস্তাম্বুলের এশীয় অংশে অবস্থিত ২৭ বছরের পুরানো ভবনটি কেন ধসে পড়ল তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি। ভবনধসের কারণ অনুসন্ধান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র – ইউএনবি