ভবন ভাঙতে আরও এক বছর সময় পেল বিজিএমইএ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে আরও এক বছর সময় পেয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না -এমন মুচলেকা দেয়ায় আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে এ সময় দিয়েছেন।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে ২০১৯ সালের ১ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছে। ওই তারিখে পর বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন না ভাঙলে রাজউক ভাঙার ব্যবস্থা করবে।

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

গত ১২ এপ্রিল (২০১৮) পর্যন্ত বিজিএমইএ ভবন ভাঙার সময় ছিল। সেই হিসেবে আরও এক বছর সময় পেয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ।

২০১৭ সালের ৮ অক্টোবর বহুতল ভবন ভাঙতে বিজিএমইএকে ৭ মাস সময় দেন আপিল বিভাগ। ওইদিন আদালতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে এক আবেদনের প্রেক্ষিতে ১২ মার্চ ভবন ভাঙতে বিজিএমইএকে ছয় মাসের সময় দেন আপিল বিভাগ।

আরএম/