নিজের ভবিষ্যৎ নিয়ে কোচ ডোমিঙ্গোর সঙ্গে আলোচনায় বসেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবারের এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যকার বিসিএলের ম্যাচ চলছিল। এসময় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কক্ষে বৈঠকে বসেন মাশরাফী, ডোমিঙ্গো ও নান্নু।
এসময় ডমিঙ্গোর সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন মাশরাফী। বিশ্বকাপের পর এই প্রথম সবার সঙ্গে আলাদা করে বসলেন নড়াইল এক্সপ্রেস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য তিনি প্রস্তুত হচ্ছেন বলে জানা গেছে।
মিনহাজুল আবেদিন জানান, মাশরাফী প্রধান কোচের সঙ্গে সাক্ষাত করতে এসেছিল। ওর সঙ্গে বিশ্বকাপের পর আমাদের আর বসা হয়নি। সে জানিয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে মাশরাফীর সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান নান্নু।
আজকের বাজার/আরিফ