জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার বলেছেন, মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে মডেল মসজিদ ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারা দেশে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজে আরও সুবিধা নিশ্চিত করবে।
দুপুরে লালদিঘী বাজারে পীরগঞ্জ মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবি
তিনি বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে এ সকল মসজিদ নির্মাণ করছে। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে এখানে।
উল্লেখ্য, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সারাদেশে এসব মসজিদ নির্মিত হতে যাচ্ছে।
আজকের বাজার/এমএইচ