ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় ছাত্রসহ আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ২০ নভেম্বর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে দুজন প্রশ্নপত্র জালিয়াতি চক্রের হোতা। অন্য ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরাও প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত।
সিআইডির সহকারী পুলিশ সুপার শারমীন জাহান আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি মালিবাগের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। সংবাদ ব্রিফিং করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার:এলকে/এলকে ২১ নভেম্বর ২০১৭