ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও জেনি এবারই প্রথম মারুফ মিঠুর নির্দেশনায় একই ডেইলি সোপ-এ কাজ করছেন। ডেইলি সোপটির নাম ‘ভলিউমটা কমান’।
জানা গেছে, ইতোমধ্যে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় ডেইলি সোপটির প্রচার শুরু হয়েছে। নাটকটিতে মীর সাব্বির ও জেনি স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটির মূল ভাবনা মারুফ রেহমানের। রচনা ও নির্দেশনা দিচ্ছেন মারুফ মিঠু।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, মীর সাব্বির লোন নিয়ে বাবার জায়গায় বাড়ি নির্মাণ করে। কিন্তু ঘটনাক্রমে সেই বাড়ি দখল নেয়ার জন্য তার ভাইবোন, আত্মীয়স্বজনরা তার বাড়িতে চলে আসে। সবাই যখন সেই বাড়িতে উপস্থিত হয় বাড়ি দখলের জন্য, তখন সাব্বির বলেন, ভলিউমটা কমান। এমনই গল্প নিয়ে এই ডেইলি সোপের কাহিনী এগিয়ে যাবে।
এ প্রসঙ্গে অভিনেতা মীর সাব্বির বলেন, মারুফ মিঠু খুব সহজ গল্প নিয়ে কাজ করে। ভালোভাবে নাটক নির্মাণের চেষ্টা আছে তার মধ্যে। লক্ষ্য করলে দেখা যায়, তার নির্মিত নাটকগুলো বেশ দর্শকপ্রিয় হয়। তার নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি এবং সেসব নাটক দর্শকপ্রিয় হয়েছে।
অন্যদিকে জেনি বলেন, মারুফ মিঠুর নির্দেশনায় অনেক নাটকেই কাজ করেছি আমি। ধারাবাহিক এবং খণ্ড নাটকে কাজ করেছি। তার নির্দেশনায় আমার অভিনীত প্রতিটি কাজের জন্যই বেশ সাড়া পেয়েছি আমি।
তিনি বলেন, ‘ভলিউমটা কমান’ ধারাবাহিকের গল্পটা দারুণ উপভোগ করার মতো। আমি মীর সাব্বিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। যেহেতু আমাদের সন্তান হয় না, এজন্য পরিবারের নানান সদস্যের অনেক কথাই শুনতে হয়। সবমিলিয়ে গল্পটা আমার ভালো লেগেছে। আর মিঠু ভাই চেষ্টা করেন ভালোভাবে নাটক নির্মাণ করার।
জানা গেছে, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার এটিএন বাংলায় রাত ৯টা ৩০ মিনিটে ডেইলি সোপটি প্রচার হয়।
এস/