কিছুদিন আগেই বেরাতে আর সন্তান জয়কে ডাক্তার দেখাতে কলকাতা গিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। আর সেখানে আগে থেকেই ছিলেন সাবেক স্বামী শাকিব খান।
তিনি ব্যস্ত তার ভাইজান এলো রে ছবির শুটিং নিয়ে। যেহেতু বাবা, ছেলে দুই জন একই শহরে, তবে দেখা না করেকি থাকা যায়। তাই সন্তান জয় চলে গেলেন বাবার কর্মস্থলে। সেখানে গিয়ে সবাইকে মাতিয়ে দিলেন।
গত রোববার এমন একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।
স্থিরচিত্রটির ক্যাপশনে লেখা হয়েছে, দেখুন ‘ভাইজান এলো রে’ ছবির ফটোশ্যুটে কে এসেছে। আমাদের প্রিয় সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাম খান জয়। ছবিতে দেখা যায় শ্রাবন্তীর কোলে আব্রাম খান জয়। পাশে দাঁড়িয়ে হাসছেন বাবা শাকিব খান।
আর তা দেখেই বোঝা যাচ্ছে শাকিব-শ্রাবন্তীর নতুন ছবি ‘ভাইজান এলো রে’র ফটোশ্যুটে কলকাতায় হাজির হয়েছে জয়। তবে জয়ের সঙ্গে অপু সেখানে ছিলেন কিনা তা জানা যায়নি।
আজকেরবাজার/ এস