‘ভাইজান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব খান! বুধবার সকাল ৯ টায় প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। যেখানে দ্বৈত রূপেই পাওয়া গেল দেশের তারকা অভিনেতা শাকিব খানকে।
শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজ ও এসকে মুভিজের ওয়ালে পোষ্ট হলো ‘ভাইজান’-এর পোষ্টার। রঙিন এই পোস্টারে শাকিব ছাড়াও ছবির দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েলকেও দেখ গেছে আলাদা স্টাইলে।
‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।
শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।
আজকের বাজার/আরআইএস