নায়িকাদের মধ্যে ফিটনেস সচেতনতা নতুন কিছু নয়। শরীরচর্চার সময়কার নানা ছবি ইনস্টাগ্রামে ভক্তদের জন্য শেয়ারও করেন তারা। এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানিও নাম লেখালেন সে তালিকায়।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, ইনস্টাগ্রামে দিশা পাটানির একটি পোস্টে কয়েক হাজার লাইক পড়েছে। ঝরছে প্রশংসার ফুলঝুড়ি। তার সিক্স প্যাক অ্যাবসের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বয়ফ্রেন্ড টাইগার শ্রফের সঙ্গে দিশার ‘বাঘি-২’ ছবিটি সুপার ডুপার হিট হয়েছে। অভিনয় দক্ষতায় আলাদা নজর কেড়েছেন এ অভিনেত্রী। আর ছবির বাণিজ্যিক সাফল্যে দিশাও আছেন ফুরফুরে মেজাজে।
যদিও এর আগে ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করায় ভক্তদের কটূক্তির শিকার হতে হয়েছে বলি ডিভা দিশাকে। তবে তিনি কটূক্তির জবাব দিতেও পিছপা হননি।
এস/