ভাইরাল শাহরুখ কন্যা সুহানা

বলিউদ বাদশা শাহরুখ খানকে বলা হয় ‘কিং অব রোমান্স’। আর তার সন্তান সুহানা খানের প্রতি ভক্তদের আগ্রহ কম নেই। বোল্ড ড্রেসআপ, নানান ভিডিও তাকে এনে দিয়েছে আলোচনার টেবিলে।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি সুহানা নতুন একটি ভিডিও আপ করেছেন ইনস্ট্রাগ্রামে। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে ২৩ হাজারেরও বেশি বার দেখা হয়েছে তার আইডি থেকে।

ভিডিওতে তাকে আর দশটা মেয়েদের মতোই দেখাচ্ছিলো। স্কুলের বান্ধবীদের সাথে মিজিক্যাল চেয়ার খেলছিলো ১৭ বছর বয়সী কিশোরী।

ভিডিওটির ক্যাপশনে সুহানা লিখে, মিউজিক্যাল চেয়ার তার খুবই পছন্দের একটি খেলা। তার চেয়েও বেশি পছন্দ বন্ধুদের সঙ্গে খেলা। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, দুষ্টুমি করা, মজা করা, হাসাহাসি করা আর তাদের নিয়ে মেতে থাকতে তার আরও বেশি ভালো লাগে।

সুহানার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনের সঙ্গে তাল মিলিয়ে কয়েকজন ভক্ত জানান, মিউজিক্যাল চেয়ার খেলতে তাদেরও খুব ভালো লাগে।


এস/