হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন দ্য হোয়াইট হাউস করেসপডেন্টস এসোসিয়েশন (ডব্লিউএইচসিএ) করোনা মহামারির কারণে তাদের এ বছরের নৈশভোজ বাতিল করেছে।
মঙ্গলবার সংগঠনটি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়ে বলেছে, দু:খের সঙ্গে আমরা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠেয় আমাদের বার্ষিক নৈশভোজের পরিকল্পনা বাতিল করছি।
বিবৃতিতে আরো বলা হয়, স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ধরণের আয়োজন করা সম্ভব নয় এবং অতিথিরা নিরাপদ ও স্বস্তির সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না।
সংগঠনটি ১৯২১ সাল থেকে এ নৈশভোজের আয়োজন করে আসছে। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের প্রেসিডেন্টরাই ১৯৮০ সাল থেকে এতে অংশ নিচ্ছে। কেবল ১৯৮১ সালে আততায়ীর হাতে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন থাকায় রোনাল্ড রিগ্যান অংশ নিতে পারেননি।