বিশ্বজুড়ে রোববার করোনাভাইরাস সংক্রমণে টানা তৃতীয় দিনের মতো নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ খবর জানিয়েছে।
সংস্থার শনিবারের হিসেবে দেখা গেছে, ওই দিন ৪ লাখ ৬৫ হাজার ৩১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ৪ লাখ ৪৯ হাজার ৭২০ জন এবং বৃহস্পতিবার ছিল ৪ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।
সংস্থাটি করোনা সংক্রমণের জ্যামিতিক হারের বিষয়ে সতর্ক করে বলেছে, কিছু কিছু দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে।
এদিকে শনিবারের নতুন সংক্রমণের প্রায় অর্ধেকই ঘটেছে ইউরোপে। সেখানে একদিনে ২ লাখ ২১ হাজার ৮৯৮ জন আক্রান্ত হয়েছে।
ওই অঞ্চলে ৯০ লাখেরও বেশি লোক বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিশেষভাবে তিনি নর্দার্ন হ্যাম্পশায়ারের কথা তুলে ধরেন।
এছাড়া বিশ্বের বহু দেশে করোনাভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে তিনি নেতৃবৃন্দের প্রতি করোনা সংক্রমণ জনিত মৃত্যু ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।