বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বিদেশ সফর পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। বুধবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। এ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়,‘ বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসের প্রভাবের কারণে মার্কিন নাগরিকদের বিদেশ সফর পুনর্বিবেচনার করার পরমর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।’
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং ভাইরাসটি মোকাবেলায় নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে রাখাসহ সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং ভ্রমণ সীমিত রাখার কথা বলা হচ্ছে। সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেশব্যাপী প্রচারিত হওয়ার পর এমন পরামর্শ দেয়া হলো। ট্রাম্প ৩০ দিনের জন্য ইউরোপের দেশ থেকে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান