বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু)বিশেষজ্ঞরা চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরী পরিদর্শন করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রথম এ নগরীতে দেখা দেয়। সোমবার চীনা কর্তৃপক্ষ একথা জানায়। গত বছরের শেষের দিকে নগরীটি থেকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর হু’র বিশেষজ্ঞ দল সপ্তাহান্তে এই প্রথম উহান নগরী পরিদর্শনে গিয়েছে বলে জানানো হয়। নগরীটির জনসংখ্যা প্রায় এক কোটি ১০ লাখ।
মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এ পর্যন্ত চীনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। উহানের একটি পশুর বাজার থেকে ভাইরাসটি মানব দেহে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, হু’র নেতৃত্বে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল সেখানে তাদের সফর চলাকালে দু’টি হাসপাতাল পরিদর্শন করেন। তাদের পরিদর্শন করা এ দু’টি হাসপাতালের একটি হচ্ছে ক্রীড়া কেন্দ্রে অস্থায়ীভাবে নির্মিত বিশেষ হাসপাতাল। সফরকালে তারা হুবেই প্রদেশের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান