প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট রাষ্ট্র মাইক্রোনেশিয়া মঙ্গলবার তার নাগরিকদের চীনের মূল ভূখন্ডে ভ্রমণ বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা এই দ্বীপপুঞ্জের জনগণকে রক্ষার সর্বশেষ পদক্ষেপ হিসেবে নেতৃবৃন্দ এই উদ্যোগ নিয়েছে। গত বছর সামোয়ায় হাম মারাত্মক রূপ নিয়েছিল। প্রত্যন্ত ও সম্পদে অপ্রতুল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহে হাম সংক্রমণে ৮৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই শিশু।
প্রাথমিকভাবে হাম প্রতিরোধে সামোয়া তেমন একটা গুরুত্ব দেয়নি বলে সমালোচনা হয়েছিল। কিন্তু এখন সেখানে করোনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া(এফএসএম)-এর প্রেসিডেন্ট ডেভিড পানুয়েলু গত শুক্রবার জরুরি অবস্থা জারি এবং ৬ই জানুয়ারি থেকে চীন থেকে এ অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান