ফিলিপাইনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মঙ্গলবার থেকে রাজধানী ম্যানিলা এবং মূল লুজন দ্বীপের আশেপাশের চারটি প্রদেশকে লকডাউনের আওতায় নেয়া হচ্ছে। এতে এক কোটি ৭০ লাখেরও বেশি লোক আবারো লকডাউনের জালে বন্দী হচ্ছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে রোববার নতুন করে এ লকডাউনের ঘোষণা দেন। হাজার হাজার ডাক্তারের প্রতিনিধিত্বকারী ৮০টি মেডিক্যাল সংগঠন শনিবার ভাইরাস সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর পর দুতার্তে এ ঘোষণা দেন।
এ ঘোষণার আওতায় ভাইরাস সংক্রমণ রোধে আগামী দু সপ্তাহ গণপরিবহন এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনীয় জিনিস কেনা ছাড়া লোকজনকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা করা হয়েছে।
ফিলিপাইনে রোববার নতুন করে রেকডর্ সংখ্যক ৫ হাজার ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২ হাজারেরও বেশি লোক। এদিকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি চিকিৎসা কর্মী করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৮ জন। মেডিক্যাল সংগঠনগুলো দুতার্তের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান