ইসলামী ব্যাংক ফের স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ভাইস-চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্ত খান। আজ ১৮ মে বৃহস্পতিবার মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইস চেয়ারম্যান যে কথা ফেসবুকে লিখেছেন তার কোনো ভিত্তি নেই।
তিনি আরো বলেন, সৈয়দ আহসানুল আলম পারভেজ চাইলে স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করতে পারেন। তার থাকা বা পদত্যাগ নিয়ে ব্যাংকের ভেতর থেকে কোনো চাপ নেই।
উল্লেখ, গত বৃহস্পতিবার নিজ ফেসবুকে এক স্ট্যাটাসে সৈয়দ আহসানুল আলম পারভেজ লিখেন, অশুভ শক্তি ইশারায় আমার শত চেষ্টার পরেও রাষ্ট্র বিরোধী শক্তি পূনর্বাসিত হয়েছে এবং জাতির পিতার খুনীদের সাথে সংশ্লিষ্টরা ফিরে আসছেন নেতৃত্বে। আগামী বৎসর এই ব্যাংকটিকে রাষ্ট্র বিরোধী কাজে ব্যবহার করার নীল নকশা সম্পাদন হচ্ছে।
একটি অনলাইন পোর্টালে তিনি আরও স্পষ্ট ও দৃঢ়ভাবে এ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক আবারও স্বাধীনতাবিরোধীদের হাতে চলে গেছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ মে ২০১৭