ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বোনের

মাদারীপুরের শিবচরে থানায় ছোট ভাই সাঈদ চৌকিদারের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে মানসিকভাবে বিকারগ্রস্থ বড় বোনের। নিহতের নাম আয়তুননেছা (৩৫)।

বুধবার (১৬ মে) উপজেলার মাদবরচর ইউনিয়নের ছলুখার কান্দি গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তারা ওই এলাকার মৃত আমজেদ চৌকিদারের সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঈদ চৌকিদার বাড়ির উঠানে দাঁড়িয়ে ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। এ সময় তার মানসিক বিকারগ্রস্থ বড় তাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সাঈদ বোনের গালিগালাজের প্রতিবাদ করলে আয়তুননেছা ছোট ভাই সাঈদকে মারতে তেড়ে আসে। এসময় দুই ভাই বোনের ধস্তাধস্তির এক পর্যায়ে অসাবধানতাবসত সাঈদের হাতে থাকা ছুরি আয়তুননেছার পেটে ঢুকে যায়। পরিবারের লোকজন তাকে আহতাবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আয়তুননেছা একই এলাকার মোশারফ তাইয়ানীর স্ত্রী।

রাসেল/