ব্রেন্ডন স্টার্কের কথা মনে আছে? ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার হয়ে হাই জাম্পে সোনা জিতেছিলেন এই অ্যাথলেট। জনপ্রিয় টিভি সিরিয়াল গেম অফ থ্রোনসের চরিত্র ব্রেন্ডন স্টার্কের সাথে নামের মিল থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছিল তাকে নিয়ে।ব্রেন্ডনের আরেকটি পরিচয় হচ্ছে তিনি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের ছোট ভাই। সেই ব্রেন্ডনের আগামী পরশু বিয়ে। ভাইয়ের বিয়ে উপলক্ষে তাই ছুটি নিয়েছেন স্টার্ক। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই দলের সাথে থাকবেন না তিনি।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়ে দুই উইকেট নিয়েছিলেন স্টার্ক। ৩০ অক্টোবর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে সেদিনই স্টার্কের ভাই ব্রেন্ডনের বিয়ে। ভাইয়ের বিয়ে কি আর মিস করা যায়? স্টার্ক তাই কয়েকদিনের ছুটিতেই পরিবারের সাথে সময় কাটাবেন। ছুটি শেষে তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াডে ফিরবেন স্টার্ক।
স্টার্কের পরিবর্তে দ্বিতীয় ম্যাচের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন বিলি স্ট্যানলেক ও শন অ্যাবট।