ভাগ্যের কাছে যুবাদের ফাইনালের-স্বপ্ন শেষ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে শেষ হয়েছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি টাইগার যুবারা।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করার পরই শুরু হয় বৃষ্টি। তখন পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৬ বলে ৭৬ রান। অর্ধেক উইকেট হারিয়ে ফেলায় সেই জায়গা থেকে জেতা কঠিনই ছিল পাকিস্তানের।
তবে বৃষ্টির কারণে খেলার আর মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২ রানে বিজয়ী হয় পাকিস্তান। দলের পক্ষে মোহাম্মদ তাহা ৯২ এবং স্বাদ খান অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে কাজী অনিক শিকার করেন দুটি উইকেট।
এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমী ওভাল মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হাসান খান। তবে টস ভাগ্য পক্ষে না এলেও ভালো সূচনা পায় বাংলাদেশ। পিনাক ঘোষ ও নাইম শেখ উদ্ভোধনী জুটিতে দলের স্কোর-বোর্ডে তোলেন ৫১ রান। ১৪ রান করে নাইম বিদায় নিলেও এক প্রান্ত আগলে বলের সাথে তাল মিলিয়ে রান করে যান আরেক ওপেনার পিনাক ঘোষ। দ্বিতীয় উইকেটে অধিনায়ক সাইফ হাসানের সাথে ১০৫ রান জুটি গড়ে বড় সংগ্রহের দিকে দলকে এগিয়ে নিয়ে যান পিনাক। মুনির রিয়াজের বলে ৭৮ বলে ৬১ রান করা সাইফের বিদায়ের মাধ্যমে এই জুটি ভাঙে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একটা সময় ৩০০ এর অধিক রানের স্কোরের সম্ভাবনা দেখা দিলেও দলীয় ১৮৪ রানের মাথায় পিনাক ঘোষের আউটের পর কমে যায় রানের গতি। ৯৩ বলে ৮ টি চার, একটি ছক্কায় ৮৪ রান করেন পিনাক। এরপর লোয়ার মিডল অর্ডারদের সাথে নিয়ে লড়ে যান আফিফ হোসেন। ৫৫ বলে ৫ টি চারের সাহায্যে ৫২ রান করেন এই বামহাতি ব্যাটসম্যান। শেষ দিকে নাইম হাসানের ঝড়ে লড়াই করার ভালো পুঁজি পায় টাইগার যুবারা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ। নাইম ১৫ বলে অপরাজিত ২২ রান করেন। এই ছোট ইনিংসে ছিল ২ টি ছক্কা। পাকিস্তানের পক্ষে মুনির রিয়াজ তিনটি উইকেট দখল করেন।
আজকের বাজার: সালি / ১৬ নভেম্বর ২০১৭