বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ তার পরিবারের সদস্যদের উচ্ছেদের পর গুলশানের সেই বাড়িতে ভাঙ্গার কাজ শুরু করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ।
আজ ২৫ জুন বুধবার সকাল ৯টার পর রাজউক রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়িতে ভাঙ্গার কাজ শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান সাংবাদিকদের বলেন, এই বাসাটি মওদুদ আহমদের না। এ ছাড়া রাজউকের নথিতে এই বাড়ির কোনো নকশা ছিল না। নকশা অনুমোদনহীন। এ কারণে বাড়িটি ভাঙা হচ্ছে।
আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর গত ৭ জুন অভিযান চালিয়ে ওই বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বর্তমানে মওদুদ আহমেদ গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭