জেলার দিরাই উপজেলার শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতার আওতায় আনা হচ্ছে। বৃহস্পতিবার দিরাই গণমিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত জি টু পি বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিরাই পৌরসভা মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন সূত্রধর।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশের ১৫০ টি উপজেলাকে শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে দিরাই উপজেলা রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান