ফরিদপুরের ভাঙ্গায় ভাতিজা জয়নাল মিয়ার লাঠির আঘাতে নিহত হয়েছেন চাচা ইউসুফ মিয়া।
শনিবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে সকালে নিজ বাড়িতে ভাতিজা জয়নাল চাচা ইউসুফ মিয়াকে লাঠি দিয়ে তার ঘাড়ে ও মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।